অলীক যে মিথ্যে মায়ায় বাঁধোনি তুমি ঘর,
পর কে করিয়া আপন, আপন কে করে পর।
হেমন্তের খাঁ খাঁ শূন্য মাঠের রোদ্র-ছায়ায়;
বিস্ময়ের খুঁজে, ভালোবাসার সময় কোথায়!
একান্তই নিজের বলতে কি আর আছে বলো?
সামর্থ্য হয়নি বলে এখনো নিরাকার স্বপ্নগুলো;
খুঁজে বেড়াই সময়ের ব্যস্ততম ঠিকানা,
সুখের সৌরভের মোহে তোমাকে ছোঁয়ার বাহানা।
তুমি, আমি, অনাগত প্রজন্মের স্বেচ্ছাচারিতায়,
এইসব দিন-রাত্রি তোমাকে দেখার আকাঙ্ক্ষায়।
হারায়ে খুঁজিতে চাই না অতৃপ্তির পিয়াসে;
স্বপ্নভঙ্গের ভয়ে, কি পাবে ভালো না বেসে?
পেয়েও না পাওয়ার আক্ষেপ গুলো দিব্যি উড়ে উড়ে,
আঁধারে নেশা ধরা চুলের সিঁথি বেয়ে ধীরে ধীরে,
সব আলো ছুটে চলে সুদূরের পথ বেয়ে;
তোমার দীর্ঘশ্বাস চাপা বুকে, প্রজাপতি হয়ে।
ডাগর ডাগর চোখে হারাবো বলে,
কোন এক নক্ষত্রের রাতে, ছলে-বলে-কৌশলে,
ভালোবাসিয়াছি বলে নৈঃশব্দের গহীনে
আঁকি স্বপ্ন, মনঃছবি, জীবনের সায়াহ্নে।