আকাশটা প্রতিক্ষায় থাকে তোমার জানালা খোলার।
কপোলে ঝুলে থাকা চুলগুলো অলস সময়ে,
আলতো করে সরিয়ে দেয়ার মুহূর্তটা অপলক দেখার।


জানালার বাহিরে উঁকি দিতেই আকাশটা ভেঙে পড়ে।
তোমার হাসিমাখা চোখ জোড়ার দোহাই দিয়ে,
মেঘেরা সাদা শুভ্রতা ছড়িয়ে যায় হেমন্তের ভরদুপুরে।


বৃষ্টি নেমে বুকের তৃষ্ণা মিটিয়ে মনের তেষ্টা জাগায়।
চোখের পিপাসা কেবল চোখই মেটাবে বলে,
স্মৃতির এ্যালবামে জমা ধুলোর গভীরতা হাতড়ায়।


সূর্যের কাছে ছিল তোমার ঘুম ভাঙানোর আবদার।
সোনালী আলোয় তোমার মুখ দেখার ছলে,
চাঁদকে করেছিলাম মনে প্রেম জাগানোর হাতিয়ার।


ছেড়ে যাওয়া আর ধরে রাখায় সীমানা প্রাচীর তুলে।
খোলা জানালা উদ্দাম যৌবনে আশা জাগিয়ে,
পাশে থাকার কথা-দেয়া মানুষটাও কথা যায় ভুলে।


যে জীবন ক্রমাগত আঘাতে চূর্ণ হওয়া সময়ের ধুলো।
পরাধীনতার শিকলে আবেগের ভারসাম্যহীনতায়,
নিজের স্বপ্নে নিজেই আহত, খুঁজে মায়াবী হাতগুলো।