আমার ডাকে তুমি ঠিকই সাড়া দিতে;
আজ যদি বৃষ্টি না হত, সব ছেড়ে ছুড়ে,
দু'চোখে জল নয়, বিস্ময় নিয়ে ফিরতে।


তোমায় খুঁজে খুঁজে নিখোঁজ হল পাখিটাও;
ফের জন্মের সাধ জাগায় ঘাসের ডগায়,
তোমার পায়ের ছোঁয়ায় শিশিরের ফোটাও।


রাজপথের শূন্যতায় বুকে নিঃশ্বাস ধ্রিয়মাণ;
তোমাকে হারানোর ভয় নিয়ে ক্লান্ত শহরে,
ভায়োলিনের বিষে শুনি নীল জলের গান।


ইশারায় থাকা আশায় দুঃস্বপ্নের ছেঁড়া পাল;
চোখে চোখে জলে জলে বুনে চলে বৈরিতা,
মোহময় গোধূলিতে তুমিহীনা অপূর্ণ বিকাল।