আমাকে ছাড়িয়ে যেতে যতটুকু যেতে হয়,
দূর থেকে আরও দূরে যাও, কিসের এত ভয়?
ভালবাসার বাজারদর করো যাচাই,
হও মনের খরিদদারের সস্তা সদাই।
হেরে যাওয়ার পর, না-পাওয়ার শোকে,
বুকের গভীরের শূন্যতায় খোঁজ আমাকে।
দীর্ঘশ্বাস চেপে রেখে কি লাভ বলো,
নোনাজলের বিস্ফোরণই তো হলো।
জীবনে সঠিক মানুষের ভালোবাসার আশায়,
ভুল মানুষ গুলোকে ছেড়ে যাওয়াটাই মানায়।
যে দিন গিয়েছে বিষাক্ত সব মূহুর্ত নিয়ে,
সেই দিন ছুড়ে ফেলে, সেই দিন ভুলে গিয়ে;
যে দিন চেয়েছ বারেবারে, স্বপ্ন মোড়া সুখে,
সেইদিন ফিরে আসুক তোমার চোখে মুখে।
অপ্রাপ্তির খাতায় না-পাওয়া যত আছে;
মনে পড়ে পড়ে আবার যদি কাঁদায় পাছে,
আকাশটাও কাঁদে যদি বদলে যাওয়ার ভয়ে,
শেষ ট্রেনের শেষ কামরায় তোমায় নিয়ে,
চড়বো বলে রেখেছি যে হাত ঐ হাতে,
যা কিছু লাগে তোমার জীবনে সুখী হতে,
না-হারার, না-ছাড়ার মায়ার প্রতিজ্ঞায়,
সবই লুটিয়ে পড়ুক তোমার পায়।