তোমাকে নিয়ে জমে উঠার আগেই গল্পের নৌকাডুবি হয়,
সময় না দিয়ে অসময়ে বায়না ধরে না-ফেরার।
মেঘগুলো চুরি করে আকাশকে রাঙিয়ে স্বপ্নের আলোয়,
শুরুর আগেই মুচকি হেসে সালাম ঠুকে আবার।
বলে, ফের যদি কভু দেখা হয় ভালোবাসবে হিমের পৌষে,
নয়নের কাজলে খুঁজে নিবে সুখের অন্য মানে।
সবকিছু করে এলোমেলো দিয়ে গেছে সব অসুখ আপোষে,
ফিরেনি সে, ফিরবে বলেও সেই পৌষের পার্বণে।
আশা গুনে গুনে কবিতার খাতায় হারিয়েছে প্রিয় মুখখানা,
না হাসায়, না কাদায়, না আসে, না যায়, সে হায়!
বসন্ত দিনে কৃষ্ণচূড়া নিয়ে ফিরবো বললেও ফেরা যায় না,
হৃদপিণ্ডের গভীরে এখনো সে দৃষ্টি লেপটে যায়।
মনভুলানো মেঘবালিকা না হয় প্রখর রোদ হয়ে চলে আসে,
কাঁঠালিচাঁপার ঘ্রাণ যতদিন মস্তিষ্কের ভিতরে।
আকাশের মেঘেরা ছুঁয়ে গিয়ে তোমার কপোল ভালোবেসে,
শহরে রাত নামুক তোমার মৌন প্রেমের হাত ধরে।
হটাৎ কোন অবিশ্বাসের ছায়া ঘিরে ধরলে নিঃসঙ্গ মধ্যরাতে,
বুঝবে বিশ্বাসী আমি কতটা ছিলাম তোমার হিয়ায়।
চোখের আড়ালে রাত শেষের অপেক্ষা যদি না পারো সইতে,
বন্ধু, চলে আসো নতুন একটা গল্প শুরুর বায়নায়।