তারারা পথ দেখাবে বলে জীবনে অমাবস্যা নামিয়ে,
আশীর্বাদ দিয়ে গেছে, অন্ধকারই নাকি জীবন।
সেই যে চোখের আলো কেড়ে গেল চাঁদের খোঁজে,
আলো আর ফিরবে না, সূর্যের সাথে হয়নি মিলন।


শৈশবের আকাশে যৌবনের জোছনা হাতছানি দিয়ে,
রোজ রোজ কার স্বপ্নে, ঘুমায় ভালো থাকার মুহূর্ত?
কেন অবাধ্য ঘুমগুলো স্বপ্ন ভেঙে দিয়ে পালিয়ে যায়?
নিভে যাওয়া জোনাকিরা, লাগিয়ে জ্বলে উঠার শর্ত।


মেঘে ঢাকা চাঁদের সাথে রাগ করে ফেঁপে উঠেনি নদী,
রুপসার ছৈ-তোলা নৌকায়, পা ঝুলিয়ে ভাসেনি কেউ।
কালো, সে তো কালো নয়, বুকের ভিতর জমাট রক্ত,
মেঘে ঝাপসা আচ্ছন্ন চোখ, উছলে উঠে জলের ঢেউ।


তোমার আমার অলেখা কাব্যে মৌনতাই সর্বনাশ করেছিল,
খড়কুটোর ধুলোবালি শহর, গড়েছিল স্বপ্নিল প্রাসাদে।
সুখী মানুষের জামার খোঁজে মুকুটহীন রাজা হয় বনবাসী,
সময়ের প্রতি অবিচার করে, রানী ফিরবে বুকের মসনদে।