অনুভূতির ময়নাতদন্তে প্রিয় মুখের ব্যবচ্ছেদ হয়,
আবেগহীন লাশকাটা ঘরের বাতাস নয়,
ভারী হয় উষ্ণতার খুঁজে অতৃপ্ত আত্মার হৃদয়।


বাধ্যগত সাহস, সহসায় অবাধ্য হওয়ার অপেক্ষারা,
জমে গিয়ে বরফি হয় বরফমানবেরা,
সে বরফ গলে না তোমার ঠোঁটের উত্তাপ ছাড়া।


তোমাকে ছাড়া সকাল টা সকাল হয়ে উঠে না
রাতের মতন আর রাতটাও হয় না।
আঙুলে আঙুলে হয়েছিল সন্ধি, ছেড়ে যাবে না।


বিশ্বাস করে মনের ব্যাক্তিগত মেয়াদি আমানত,
খুলেছি তোমার মনে, ভাবিনি হবে খেয়ানত,
বিনিময়ে চোখের নদী সাঁতরাই, পাইনি ফেরত।


তোমার চোখে তাকালে ঘন হয়ে আসে নিঃশ্বাস,
বুকের ভিতরে রক্তের চলাচল বাড়ায় দীর্ঘশ্বাস,
খুঁজি অচেনা ছোঁয়াদের আশ্রয়ের আবাস।