তোমা হতে শত ক্রোশ দূরে,
এ কেমন আমার আবাস?
তোমার বাড়ির চিরচেনা পথ,
ভুলে যাবার নেই অভ্যাস।


তবুও ভুলে যাওয়ার ভান করি,
ভুলে থাকার নিষ্ফল চেষ্টায়।
ভুল সময়ে ভুলতে যেয়ে মজি,
ভুল মানুষের ভালোবাসায়।


কি করে আর এড়াবে বলো,
কালক্ষেপনের দায়ভার?
যৌবন ধরে রাখার ব্যার্থতায়,
অস্ফুট আস্ফালনের ধিক্কার?


অপেক্ষার দিবারাত্রি অহর্নিশ,
জীবনের বুদবুদ ছোঁয়ার আশায়।
কৌশলী প্রেম কাছে এসেও,
অবাক করে দিয়ে পালায়।