তোমার চোখের মাদকতায়,
কবিতাদের উৎপাদন হয় মস্তিষ্কের গভীরে।
বাড়ি ফেরার পথ ভুলে যায়,
একলা বিহঙ্গ সঙ্গ না পেয়ে ঝড়ের অন্ধকারে।


কবিতার ফ্যাক্টরিতে আগুন লাগায়,
বিক্ষুব্ধ হাড় হা-ভাতে অবুঝ আবেগী শ্রমিক।
অসময়ে আবেগের নিলাম হয় সস্তায়,
ভাবে খুব তো কামাই হল, মজদুরী সৈনিক।


খুব সঙ্গোপনে হৃদয়ের সুতা ছিঁড়ে,
নাটাই হাতে ভবিষ্যত গুটায় অজানা ঘাতক।
ঘুড়ি কারো আকাশে আর না উড়ে,
উষ্ণতার প্রতীক্ষায় বসে থাকে অচেনা চাতক।


হেমন্তের রোদের অন্য আলোয়,
যে আশায় কবিতাদের দুয়ারে নির্ঘুম রাত কাটে।
সে আসবে, ক্রমাগত সাহসী হয় হৃদয়,
স্বপ্ন বোনা শেষে গহীনতর হয় ভোরের নিকটে।


জলের ঘ্রাণ নিয়ে খুঁজে রোদ্রের ছায়া,
রিমঝিম বৃষ্টির গান হয়ে ফিরবে সুখের বারতা।
সত্যের মত উজ্বল রুপকথার মায়া,
ছুঁড়ে ফেলে সবকিছু, আমি তোমাকেই চাই, কবিতা।