যে মায়ায় ঘর বাধিতাম,
সে মায়ায় তারে ভাঙিলাম।
যে হৃদয়ে তুমি ছিলে
সে হৃদয় ছিল ভুলে।


তোমার রেখে যাওয়া শহর,
সে শহরে শুধুই অনাদর।
যে জল আগুন নেভায়,
সে জল বুক পুড়ায়।


কাঁদবো না আর বলেছি,
দূরে থাকো বা কাছাকাছি।
সুখ রেখে নদীর ঐপাড়ে,
এপাড় ডুবায় বালুচরে।


সান্ত্বনা খুঁজে নীড়ে,
অসুখেরা বাড়ি ফিরে।
যোজন যোজন পথ ঘুরে,
সুদূরের প্রান্তরে।


যদি কভু দেখা হয়,
নিয়ে শতাব্দীর বিস্ময়।
যদি জাগে মন ফের,
ঘোর লাগা মস্তিষ্কের,
গভীরতর খাদে,
বিস্মৃতির বিষাদে,
তবে চলে এসো এখানে,
পরাণ লাগিয়ে পরাণে।