অযাচিত নির্মোহে একা পড়ে থাকবে আকাশ,
খুঁজি ফিরি পলাতক অনুভূতির নিখোঁজ লাশ।
তোমাকে পাওয়ার আশায় চাহিদাপত্র রাখি,
আমার আঁখির আভায় চাই ঐ দুটি আঁখি।


বাড়িয়েছি হাত বৃষ্টিকে একটু ছোঁব বলে,
মেঘে মেঘে  কথাদের গল্প শেষ হলে,
গল্পের আড়ালে কথার ফাঁদ পাতি,
শুধু অপলক চেয়ে থাকার আকুতি।


ভীষণ একা আমি নিজেকে গড়ি নিজেরই ভিতরে,
চিরচেনা সুগন্ধিটা খুঁজি অচেনা সব সুগন্ধির ভীড়ে।
কেউতো মাথার দিব্যি দেয়নি ফিরে আসার,
তুমিহীনা ভাল্লাগে না, সবকিছুই লাগে অসাড়।
নক্ষত্ররাও সাঁতরে সাঁতরে জয়াগা বদল করে,
এ কেমন আবাস তোমার ৩৫১ মাইল দূরে?