আমি পালাতে চেয়েছি আমার মস্তিষ্ক থেকে,
মস্তিষ্কের ভিতর বসত করা স্বপ্ন রেখে।
পলাতক আসামীর কাঠগড়ায় বিচার হোক,
ফাঁসির রায়ে ছিন্ন হোক আপাদমস্তক।
একটা উচিত শিক্ষা দরকার,
শরীরের উপর চেপে বসা মাথার।
ভিক্ষার ঝুলি নিয়ে দীক্ষার কারবারি,
হতচ্ছাড়া বিবেক ভুলেছে বাড়ি।
যে বলে আছি সুখে,
কপাল কি আর তার মুখে?
সোনার হরিণ শিকারে সেই যে রাজা,
ঘর ছেড়ে "জঙ্গলেই মঙ্গল" বলে নিয়েছে সাজা।
রাজ্য ছেড়ে হয়েছে সংসার বিরাগী,
ফিরবে না আর যতই করুক ডাকাডাকি।
সমন জারীর নোটিশ আসুক,
কাগজ পোড়া গন্ধ বাতাসে ভাসুক।
যে কাগজে স্বপ্ন এঁকেছিল যুবক,
সেই ছাইয়ে ফুল ফুটুক আর নাই ফুটুক;
তোমার চোখের কাজলের হোক আবাদ,
অশ্রুজলে লেখা থাকুক শোক সংবাদ-
কবি তার কবিতার খাতায় উপুড় হয়ে পড়েছিল,
পঙতিমালায় ছড়িয়ে ছিটিয়ে গলিত স্বপ্নগুলো।