পৃথিবীর সব আলো নিভে গেলে
আমার চোখের ভিতরে,
দুনিয়া কাঁপানো আমার উপর
মৃত্তিকা হুমড়ি খেয়ে পড়ে।


আমার পরিচয়ের ঊর্ধ্বে একটাই নাম হয়,
আমি হয়ে উঠি জলজ্যান্ত লাশ।
একদা আমার বুকে শান্তি খোঁজা প্রেমিকাও
বুকের উপর রাখে আকাশ।


কালি ফুরানো কলমের মত অ-দামী শরীর
কুড়ে কুড়ে খাবে পোকে।
সম্পদ আর সম্পত্তির যে পাহাড় গড়েছি,
ফ্যাসাদ করবে লোকে।


যাকে পাইলে সত্যিই পাওয়া বলা যেত,
সেসব খুঁজিনি কভু।
ছাই পাশ করে জীবন যখন অগ্নিকুন্ডে,
রক্ষা করো প্রভু।