তোমাকে ঋণী করে বাড়াবো দেনার পাহাড়,
ভালোবাসার দাবীতে করবো দেন-দরবার।
তোমার হাসিমাখা মিষ্টি মুখখানার দাবীতে,
আরেকটা ফাগুনের জন্ম হবে বাংলাতে।
তোমার মন খারাপের দিন পেরিয়ে,
এক কাপ ধূমায়িত চায়ের বিনিময়ে;
ভালো থাকার, ভালো রাখার চেষ্টায়,
লুটোপুটি লুটপাট হবে এপাড়া ওপাড়ায়।
বিষাদের ভায়োলিন বাজবে সানাইয়ের সুরে,
মেঘকালো শোকের দীঘল ছায়া হৃদয়পুরে।
তোমাকে হারানোর দিনে শোকের সুখে,
খৈয়াছড়ার জলের খেলা ঝাপসা চোখে।
তোমার আমার মায়ার শহর ছেড়ে,  
হারানো পাখিটা ফিরবে শূন্য ঘরে।
মিছিলে শ্লোগানে তেজোদৃপ্ত জয়ধ্বনি হবে,
রাতজাগা জোনাকীরা গল্পের ঢালী খুলবে।
শোনাবে সেই কবেকার হারিয়ে যাওয়া,
বেলা বিস্কুটে মিইয়ে যাওয়া চায়ের ধোঁয়া।
সব না-পাওয়ার গল্পগুলোর মায়ায়,
রয়ে যাব আমি পরিপূর্ণ শূন্যতায়।