চাওয়া পাওয়ার প্রলোভনে ভালোবাসাটা,
চোখের ঘুম মাথায় নিয়ে ফিরবে।
সব কেড়ে নেয়া প্রশ্নগুলো,
একদিন সব উত্তর খুঁজে পাবে।


শহরের ওপারের শহরে যেদিন ফিরবে,
বন্ধু তুমি অবলীলায় অবহেলায়।
সেদিন আর অপেক্ষায় থাকবে না কেউ,
নিজেকে নিঃশেষ করার নেশায়।


শুধু একটা দাগ রয়ে যাবে,
তোমার আমার হৃৎপিণ্ডের ওপাশটায়।
গভীর লম্বা একটা স্মৃতির দাগ,
ন্যায্য দাবী আদায়ে তোমাকে চাওয়ায়।


বিদায় নেয়ার ফুরসত কোথায় পাবে,
বিদায়ের পালকিতে চড়ে !
ঘুরপথে যেদিকেই যাও না কেন,
ফিরতে হবে বেহিসেবি হিসাবের দ্বারে !