সময়ের মহামারী লেগেছে শহর জুড়ে,
হয়না দেখা তোমায় মন উজাড় করে।
তাই তোমার মুখাবয়ব যখন শহরে ফিরে,
আমি তখন পালিয়ে বেড়াই শহরান্তরে।


ডুবে ডুবে প্রেমের অসীম জলে,
মাখামাখি করে আবেগ অশ্রুজলে ।
স্বপ্ন দূরেই থাকে, কাছে  আসে না,
অপূর্ণ থেকেই যায় ছোঁয়ার বাহানা।


ইচ্ছে হয় আজ খুব বৃষ্টি নামুক,
কদমের পাপড়ি জলে ভিজুক।
তোমার মায়াবী চিবুক জল ছুঁয়ে,
স্বপ্ন নিয়ে ফিরুক আমার হৃদয়ে।