ভালোবাসার জটিলতায় জিজ্ঞাসাহীন হয় আমার মন,
হারিয়ে গিয়ে বাবুই পাখির বাসায় ঝুলে থাকে স্বপন।
তোমাকে দেখার ভয়ে পালিয়ে থাকে হতচ্ছাড়া চোখ,
সুখের বাণিজ্য হবে ভেবে দুঃখের চাষ করেছি উন্মুখ।
জীবন বৃক্ষের পাতায় বৃষ্টির ছোঁয়ায় সবুজের জাগরণে,
তোমার স্পন্দনে ফের জোয়ার উঠেছে নগরের প্রাণে।
কতকাল পর ফিরবে তুমি জানে অতৃপ্ত রুপসার জল,
বিশ্বাসের অপূর্ণতার অপেক্ষায় হবে অভ্যর্থনা নির্মল।
অবেলায় ফিরে যায় পাখি শূন্য মুখে ফেলে সব আশা,
অবাধ্য পিছুটান ফেলে পোড়া মন খোঁজে ভালোবাসা।
ভেজা চোখ করে আড়াল হয়েছে নিঃশেষিত নিঃশ্বাস,
অনুভূতির অকৃত্রিম আত্মার অস্তিত্বে গড়েছি বিশ্বাস।