সাক্ষী রেখে মেঘলা আকাশ,
হাসির আড়ালের কান্না।
বৃষ্টির দিন বলবে,
কতোটা ভাবছি তোমার মুখখানা।
কতোটা তৃষ্ণার্ত ছিল
আমার এই বুকের সমুদ্র।
বুঝবে কেবল ঝলসানো দুপুরের
খাঁ খাঁ মাঠের রৌদ্র।
এপাশ ওপাশ করা বালিশটা জানবে,
নির্ঘুম রাতের খবর।
চোখের নিচে জমা কালি গুনবে,
তোমার প্রতিক্ষার প্রহর।
সময়ের দামে কেনা সুখেরা,
আজ বাতাস কিনে খায়।
অসময়ে পাশে থাকা দুঃখরা,
বিলাসিতার শহরে হারায়।
চোখ মেলে তাকাতেই
প্রজাপতি উড়ে যায় উদাসী আকাশে।
ডানা দুটোর মিল অমিল ভুলে,
সঙ্গোপনে জড়াজড়ি করে ভাসে।
ছুঁতে গিয়ে তোমার কাজল,
ভালোবাসাও গেল নিভে।
তাকাওনি ফিরে কোনদিন,
সস্তা অনুভূতির প্রকাশ ভেবে।