তোমার বাড়ির পথে পথে অপেক্ষায়,
সেজে গুঁজে নীরবতা মুছে যায় দায়।  
তুমিহীনা আলোরা পড়ে রয় অনাদরে,
তুমিই আমার শ্রেষ্ঠ উপহার এই শহরে ।


দিনে বা রাতে, ঘুমের ঘোরে বা স্বজ্ঞ্যানে
বন্ধুরা সব হারায় কারনে বা অকারনে?
মৃত্যুর মত নিষ্পাপ নিঃশব্দ চিত্র এঁকে,
ভালোবাসার দাবীতে নির্ভয়ী এই বুকে।


আয়নার সামনে প্রতিচ্ছবির গভীরে,
আমার চোখে খুঁজি তোমার চোখটারে।
আয়না তোমায় দেখে করে বুঝি হিংসে,
একলা চলার দিন ফুরায়ে রাত্রিশেষে।


যেতে চাইলে যাও আমার আকাশ ছেড়ে,
বিস্মৃতির দয়ায় আমিই না হয় রব পড়ে।
বৃষ্টিস্নাত আদর মাখা চুলের তীব্র ঘ্রাণ নিয়ে
উৎসবে পার্বণে, অগ্নিঝড়ে, স্বপ্নভঙ্গের দায়ে।


উত্তরা, ঢাকা
১৬-এপ্রিল-২০২৩