প্রতিক্ষার মেয়াদী আমানতের মেয়াদ ক্রমশ বাড়ে,
লাভে আসলে হয় কয়েকশত গুন জ্যামিতিক হারে।
তোমার ফিরে আসার অমানবিক অপেক্ষার ভারে,
মৌনতার তীব্র কষাঘাতে, স্বপ্নগুলো হাওয়ায় উড়ে।


আকষ্মিক নক্ষত্রের পতনে হৃদপিণ্ড নড়েচড়ে বসে,
উষ্ণতার নির্বাসন চাই অকৃত্রিম আত্মাদের নিবাসে।
কতদিন দেখিনা প্রিয়মুখ, লড়ে যাই স্মৃতির বিনাশে,
কতরাত হয়না কথা, নীরবতা কটাক্ষের হাসি হাসে।


তুমি আমার দায় নও প্রিয়, কষ্টে অর্জিত মহৎ দায়িত্ব,
অনেক সাধনায় পাওয়া মিথ্যে দিনের একমাত্র সত্য।
অনুভূতির দেয়াল ভেঙে আবেগী শহরে খুঁজি নিত্য,
অস্থি-মজ্জায়, রক্তে-রন্ধ্রে-শিরায় নিষ্ঠুর দৃষ্টির অর্থ।


জীবনের আহ্লাদী সময়গুলো হারায় অচেনা রাস্তায়,
আলো আঁধারীর মায়াবী চোখগুলো যে পথে হারায়।
জীবনের প্রতিচ্ছবি ভাসিয়ে ধূসর মায়াবী আয়নায়,
জীবনের পিছনে ছুটেছে জীবন অবিরাম অবলীলায়।


দূরে যাওয়াটা যদি হয় তোমার স্বেচ্ছাচারী স্বাধীনতা,
ফিরে আসার আবদারটা হোক আমার পরাধীনতা।
ভুলা যদি না-ই যায় আসুক অপমৃত্যুর সমনের বার্তা।
ওগো সাহসিনী খুলো মনের দরজা ভুলে সংকীর্ণতা।