আমার প্রিয় ঠিকানায় হারিয়ে গেছে,
বুক পকেটে রাখা শুভ্র খামের চিঠি।
কাঁদতে যেয়ে হয়নি কাঁদা আমার,
হয়ে গেছি মঞ্চ নাটকের এক নটী।


তোমার সোনা মুখ খুঁজতে যেয়ে,
স্বর্ণখোঁজা ডুবুরির বুকের ভিতর;
আঁচড়া দিয়ে টেনে নষ্ট  দুঃসময়,
গড়েছি কাদা-পানির নির্দয় নহর।


তোমাকে সাজাবো বলে হেরেছি,
থেমে গেছে স্বপ্নদের আসা-যাওয়া।
ভালোবাসা আজকে হাসির খোরাক,
নিয়তির লিখন তোমাকে না-পাওয়া।