আমার নামে রাগের খাতায় কাটাকাটি খেলা শিখো,
নোনাজলে সব ভিজিয়ে দিয়ে অভিমান পুষে রেখো।
মেঘের আড়ালে আকাশটা জানি ঝুঁকে বসে থাকবে না,
জাদুকরি নেশায় বন্ধু তোমার মুখ কতদিন দেখতে মানা?
জোনাকের আলো ছুঁয়ে এসো সীমাহীন মহাদেশ জয়ে,
মেঘের ছায়া ঢেকে, চোখের উপর রেইনকোট চাপিয়ে।
তোমার চিবুক জল ছোঁয়ার আগেই আমার আঙুল ছুঁবে,
জেনো, সোহাগ ভরা ঠোঁটের আবেগ ঠোঁটই বুঝে নিবে।