স্বপ্নেরও একটা সীমা থাকা উচিত, হাতের নাগালে;
মুঠো মুঠো সুখের খোরাক, আঁজলা ভরে না পাইলে;
তোমার চশমার ফাঁকে, ঘুমাবে আমার ধূসর ভবিষ্যৎ।


অন্যের অনিদ্রা রোগে, নিজে জেগে থাকার স্বপ্ন গড়ে;
পেঁচা ডাকা আঁধার রাত্রি শেষে, কোকিল ডাকা ভোরে;
নির্বাসনে থাকা সুখ, প্রহসনের জীবনে এসেছিল ঈষৎ।


তোমার স্বপ্নে সাঁতার কেটে, আমার হয়েছিল নিদ্রার শখ;
বদলে যাওয়া হৃদয়ের দেয়ালে, আঁচর কেটে সুশীল নখ;
উত্তর খুঁজতে প্রশ্নের সফেদ জমিনে, এঁকেছি শুভ্র চুম্বন।


ঘরে ফেরার অনিশ্চিত নিস্তব্ধতায়, তোমার চোখের পলক,
অনুভূতির আবেগে কবিতার ভাষায়,লিখে গল্পের শোলক,
শিখিয়েছিলে আদরের আবাদি চাষ, করে ঠোঁটের শাসন।