তোমাকে পেলেই আর কিছু চাইবো না জীবনে,
তোমার বাড়ির গলির রাস্তায় আর যাবোনা নে।
তোমাকে পেলেই একটা আস্ত নক্ষত্রের জন্ম হত,
তোমার চোখের তারায় জোছনা লুটোপুটি খেত।


তোমাকে পেলেই চাওয়ার আবদার ফুরাতো গতি,
তোমাকে পাওয়ার চেয়ে না-পাওয়াই সুখের তৃপ্তি।
তোমাকে পেলেই চাহনির আয়নাঘরে বন্দী হতাম,
তোমার হাতে আবেগের শুদ্ধি অভিযানের লাগাম।


তোমাকে পেলেই হত স্বপ্ন দেখার আইনি অনুমতি,
তোমায় নিয়ে স্বপ্ন দেখার বাসনার সত্য অনুভুতি।
তোমাকে পেলেই আমার আমিকে হারাতাম তোমায়
তোমার কাছে চাওয়া-পাওয়ার সব চাইতাম নির্দ্বিধায়।


উত্তরা, ঢাকা। ৩০-মার্চ-২০২৩