কত না আদরে, রোদ্দুর প্রান্তরে;
মেঘ বালিকার সাজে, উষ্ণতার খোঁজে;
যে হাসি কথা বলে, টোল পড়া গালে।
ভালবেসে ঐ হাসিমুখ, দুষ্টুমি ভরা চোখ;
ভুলা যায় না যারে, আলোয় বা আঁধারে;
উদ্দেশ্যহীন সময়ে, অনিয়মের স্বপ্ন হয়ে।  
রঙিন কোনো উৎসবে, আবার দেখা হবে;
পৌষ-পার্বণের দিনে, স্বার্থের অর্থে সুখ কিনে;
চলে যাওয়া মানে বিদায়, তোমাকেই বলতে মানায়।  
অপূর্ণতায় মন কাঁদে, মিথ্যে আশ্বাসের ফাঁদে;
ফিরে এসো সুস্মিতা, ভেঙে সব নীরবতা;
ভুলে বিষন্ন দেয়াল, না-পাওয়া করে আড়াল।
চলে এসো সুনয়না, অনেক হয়েছে কান্না;
এসো তবে এই অবেলায়, আপোষের বাহানায়;
সমাজের সব নিয়ম ছিঁড়ে, মানুষের ভিড়ে।
লোকলজ্জা ফেলে, স্বপ্ন বোনাদের দলে;  
আরেকটিবার আসো, ভালোবাসো বা নাইবা বাসো;
হাতের মুঠোয় হাতটি ধরে, বুকের ভিতরে।
কাছে থাকো বা দূরে, হিমশীতল উষ্ণতার চাদরে;
তোমার পুনর্জন্ম হোক, হারিয়ে সকল শোক;
আমার কবিতায়, তোমার ভালোবাসায়।