সময়ের কথা সময়ে শুনতে না পেয়ে হৃৎপিণ্ডটা,
হয়তো শুনতে চায় সময়ের অব্যাক্ত শব্দমালা।
অথবা শোনার জন্য অপলক চেয়ে থাকে ঠোঁটে,
কি জানি শত্রুতা তাহার সাথে জমেছে মেলা!


কি দুঃসাহস আমার এমন সুন্দর এড়িয়ে যাই!
চোখ সরালেই জানি আছে হারিয়ে ফেলার ভয়।
তাই রুপসার স্বচ্ছ জলে বেঁচে থাকার স্বপ্নগুলো,
গোগ্রাসে তোমার সুন্দরের আলোয় বুঁদ হয়ে রয়।


হাওয়ায় ভেসে আসো তুমি ছড়িয়ে নিঃসঙ্গ ডানা,
দক্ষিণের হাওয়া নিয়ে ফিরবে না সোনালী চিল।
সাজানো স্বপ্নের অগোছালো জীবনের বাঁকে বাঁকে,
আছড়ে পড়ে ঢেউ ওপাড়ের ছোড়া অবজ্ঞার ঢিল।


কোনো চিঠি পত্রের বালাই নেই, কথা নেই, বার্তা নেই,
খামখেয়ালীর ফোনটা তোমার হাতে উঠতেই চায় না।
চাইনি তো আমি যাকে-তাকে, চেয়েছি শুধু তোমাকে,
বাস্তবে দেখা মুখটা দেখো একদিন স্বপ্নেও হবে অচেনা।