আমি ডুবেছি তোমার সুন্দরের মায়ায়;
জীবনের শুরু হতে শেষ সীমানায়;
দৃষ্টির গভীর থেকে হৃদয়ের গভীরে ;
ঐ চোখের নীল সাগরে।
হারাতে চাই অজানায়, অচেনা পথে;
কষ্ট জমে জমে ব্যথাহীন নদীর সাথে;
শ্রাবণধারা মুছে দিয়ে নয়নে নয়নে;
ভবিষ্যৎ ভুলে স্বপনে শয়নে গগনে গগনে।
কতদিন পর দেখা নিষ্পাপ মুখখানি;
কতো না-বলা কথাদের প্রভাতের হাতছানি;
রাত-জাগা রোগে তোমার আমার আলাপন;
অপ্রাপ্তির আকাশে অনাগত বৃষ্টির আগমন।
না-পাওয়ার শোকে অজানা শঙ্কাতে;
ভালোবাসা বা না-বাসার সংঘাতে;
তোমাতেই সম্মোহনের অপেক্ষায়;
কাছে আসবো বলে বন্ধুত্বের দোহায়।
অভিমানী মন ফের যদি ফিরে তোমার কোলে;
আমার প্রেরণা হয়ে ভালবেসে নিও তুলে;
এই আমায়, একলা একা এই নিরালায়;
আমি ডুবেছি তোমার সুন্দরের মায়ায়।