আমি সমুদ্রের কাছে যাবো,
তবে একা এবং নিঃসঙ্গ;
যতটা জোড়ে চিৎকার করলে,
কন্ঠস্বর ছিঁড়ে হয়ে যায় স্বরভঙ্গ।
ততোটা জোড়ে বলবো “বাঁচতে চাই”,
গুমোঠ ধরা চার দেয়ালে;
মুখ লুকিয়ে আর কতকাল,
কাঁদতে হবে হাসির আাড়ালে?
তাই হয়নি কাঁদা আমার,
তুমি কাঁদবে বলে;
তাইতো বেঁচে আছি,
তোমাতে বাঁচবো বলে।