তোমায় একটা নৌকা কিনে দিবো, প্রিয় ।
দিবো এক সাগর জলে ভাসানোর উচ্ছ্বাস।
নাছোড়বান্দা এই আমার একমাত্র সম্বল;
পাশে থেকেও একা থাকার বদভ্যাস।
সুখের অভ্যাস হওয়ার ভয়ে অসুখের সদাই করি,
আলো আঁধারের এই মায়ার শহর ছেড়ে।
নৌকো তুমি কার জলে ভাসাও, প্রিয়?
শত সহস্র ক্রোশ দূরে।
কোন আকাশপানে উড়াও উদ্দাম বসনা?
কার হাতে দাও বৈঠা-নোঙ্গর?
সুর্যাস্তের লাল-কমলা-হলদে-গোলাপির আভায়,
মিশে যাওয়া ভূষণের রঙের প্রহর।  
তোমার অমনোযোগী মন আমায় না খুঁজে,
খুঁজবে সুন্দরতম প্রকৃতি, যেমনটি তুমি।
অনাদরের বন্ধকি প্রেম নির্বাসনে গেলে,
অকুল পাথারে ভাসতে ভাসতে আমি;
মহাকালের কিস্তিতে ডুবতে চাই,
ফিরে পেতে চাই বাঁচার ঠিকানা তোমাতে।
অনাকাঙ্ক্ষিত সময়ে স্বপ্নহীনতার ভিতরও,
ডাগর চাহনী ভালো বাসতে বাসতে।  
স্বপ্ন দেখা ছেড়ে দিও না, প্রিয়,
স্বপ্নের ভিতর হানা দিলে কোনো হায়েনা।
কখনো কখনো হেরে গিয়েও বুঝতে হয়,
না-হারানোর সুখই সব না।
সোনার তরীর রেখে যাওয়া সময়ে,
নীল খামের চিঠি খোলে দেখে নিও।
সাহস করে কোনোদিন যা হয়নি বলা,
তুমি সুন্দরতম, প্রিয়।