তুমিহীনা শূন্য এই মহাদেশ হয় বেদনা বিধুর,
অযথা দূরে থেকে শ্রাবণে বাজাও বিরহের সুর।
আমার সকল শব্দরাই যেন পরাজিত সৈনিক,
চেনা মুখ অচেনা খাঁচায় স্বপ্ন বুনে অলৌকিক।
তোমার চোখে বুঁদ হয়ে খুঁজেছি প্রাণের উচ্ছ্বাস,
তুমি ফিরবে বলে ক্ষ্যাপাটে বুকের জলোচ্ছ্বাস।
কদম ভেজার দিনে আকাশে উচ্ছৃঙ্খল ঘোড়া,
শূন্য আস্তাবল দেখে জেনে গেছে পাঁয়তারা।
ঘুমিয়ে পড়ার আগে ফের যদি জাগে এই মন,
ফের যদি সাধ হয় দেখতে অদেখা কোন স্বপন;
তবে চলে এসো আশ্বিনের বাতাসে চুল উড়িয়ে,
এই শহরে একগুচ্ছ অপরাজিতা হাতে নিয়ে।