হিসেবের খাতা খুলে বেহিসেবী বায়নায়,
চোখের পরানে পোড়ায় পরানের চোখ।
মায়াগুলো বুকের ভিতর রঙধনু মাখায়,
খুঁজে ঠোঁটের উপর লেপটে থাকা সুখ।


আশায় আশায় হিমের সময় বাঁচাই,
তুমিহীনা সব শূন্য-ফাঁকা।
উষ্ণ নিঃশ্বাসের অপেক্ষায় দিন কাটাই,
একা সম্পূর্ণ একা।


তোমার হাসির আলো ছাড়া সব আঁধার,
তাই মিথ্যে জয়গানের ফসল ফলাই।
ঘর গড়ার স্বপ্নটা পায়নি কোন আকার,
অযথা দূরে বসে ফেরার গান গাই।