একটা প্রেম এসেছিল কাছে,
ভালোবাসবে বলে দূরে ঠেলে দিয়েছে।
কাছে তো সবাই আসে,
নিঃশ্বাসে আর বিশ্বাসে।
স্বাদে-বিস্বাদের কম বা বেশি লবণের রন্ধনে,
তুষের আগুনের কম বা বেশি আঁচের উনুনে;
কত না জ্বলেছি প্রতীক্ষায় দিব্যজ্ঞানে,
তবু প্রেম আসেনি ফিরে সজ্ঞানে।
যতবারই আরও কাছে আসতে চায়,
ততবারই পালায় স্বেচ্ছায় বা অনিচ্ছায়।
আমিও এক যাদুকরের মোহে,
শত শত দুঃখ নীরবে সহে;
জীবনের তুচ্ছজ্ঞানে যা পাই একপেশে,
ভোগ করে যাই নির্বোধের মত আয়েশে।  
নির্বাক অবরুদ্ধ প্রেম হয়ে,
কেই-বা আসে উছলিয়ে উছলিয়ে?
পরাধীনতার শেকলের বেড়াজালে,
স্বাধীনতাহীনতার নির্ভেজালে।
তুমি আসোনি এইটুকুই ব্যাস,
আমার না-পাওয়ার হিসেব শেষ।
প্রেমহীন এইতো ভালো আছি বেশ,
তুমিহীনা ভালোবাসা নিরুদ্দেশ।