তুমি বললে পাহাড় দিতে পারি,
সমুদ্র সেতো আনাড়ি।
তুমি বললে আজ না,
সাধ্য কি মানব না!
রাত দুপুরের আবদার,
মাথা পেতে নিবো বারংবার।
তুমি বললে পাখি,
হয়ে যাবে আঁখি।
ফিরতে যদি বল বাড়ি,
এখনি চড়বো গাড়ি।
হাসতে বললে হাসি,
ভুলে দিবা নিশি।
কাঁদতে বললে কাঁদি,
উছলিয়ে চোখের নদী।
যখনি বলবে যাও,
পরক্ষনেই দেখবে উধাও।
পাইতে চাইলে মুগ্ধতা,
সেই কবেকার রূপকথা;
ঘুম না আস অবধি,
শুনাবো নিরবধি।
নিতে বললে নিবো,
দিতে বললে দিবো।
হারতে বললে হারবো,
জিততে বললে জিতবো।
ছুঁতে বললে ছুবো,
মৃদুমন্দ বাতাস হবো।
যেতে বললে গভীরে,
হারাবো অন্ধকারে।
চুম্বনের কথা বললে।
তিলক আঁকব কপোলে।
ভালবাসি বললেই তবে,
১০৮টা নীলপদ্ধ থাকবে।
একবার ভালবাসি বলেই দেখো,
বুকের ভিতর মুখটি রেখো।
সুধাও যদি স্বর্গ সুখ,
আমার চোখে তোমার মুখ।