ঐ চোখে কি যে গভীরতা,
যেন সমুদ্রের বুকে অন্ধকারের নিস্তব্ধতা।
ঐ পথে দিক হারায়ে পথিক,
বুকে রেখে হৃদপিণ্ডটা, খুঁজে দিগ্বিদিক।
চেয়েছিলাম রোদ্দুর হতে,
সোনালী দিনে মায়াবী চোখগুলো ছুঁতে।
অমায়িক সুন্দরের কাছে,
প্রত্যাবর্তন করতে, যেখানে অমৃত আছে।
শেষ ট্রেন ছেড়ে গেলে,
জানা-অজানা গল্পের আয়োজন ফেলে।
সময়ের দহনে না পুড়ে;
ভুলে যেও সুখস্মৃতি প্রিয়, পিছু না ফিরে।
তোমার হাসিমুখের খোঁজে,
পথ থেকে পথে, আশা বুকে সকাল-সাঁঝে।
প্রাপ্তি-অপ্রাপ্তির বায়নায়,
স্বপ্নগুলো হারিয়ে তোমার মনের আয়নায়।
কান্নার রঙ হয়ে এলে ম্লান,
মোহিত করবে না আর ভেজা চুলের ঘ্রাণ।
টগরের গাছটা ডানে রেখে,
দিব্যি হেঁটে যাবে তুমি একবারও না দেখে।
বেঁচে থাকা সময়ের প্রয়োজনে,
না-থাকার মত করে, কারনে বা অকারণে।
দেখা না হয় ফের যদি,
জেনো, সুখে-অসুখে ভালোবাসি নিরবধি।