প্রানের পাহারায় ছিল যে নামহীন অচীন পাখী,
তোমার হাসির আলো শরীরে করে মাখামাখি;
হৃদপিন্ডে অসহায় স্পন্দনের দায়সারা বসবাস,
ভুলে যাওয়া পথে মৃত্তিকার সাথে গড়ে আবাস।


রূপসায় তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজতে চাওয়া,
অতৃপ্ত আত্মাটা ভুলতে বসেছে নাওয়া খাওয়া।
নিরুদ্দেশ যাত্রায় হারিয়ে তোমায় পাবে না জেনে,
অবাক চাঁদ জোছনায় ঝাঁপ দিবে তোমার আগুনে।


এবড়ো থ্যাবড়ো জীবনের অগোছালো বায়নায়,
সব ছেড়েছুড়ে ফিরবে বাড়ি চিরচেনা ঠিকানায়।
বিষাক্ত রক্তের স্রোতে অক্ষমতার নিষিদ্ধ সাগরে,
তোমায় না পেয়ে যুদ্ধ জয়ের আগেই যাব হেরে।

নির্ভার কাঁধ পেতে দিও ক্লান্ত হয়ে ফিরলে বাড়ি,
হারিয়ে যেতে দিও চোখের সীমানায় তোমারই।
আদিম সুখ খুঁজে শিরোনামহীন অভিমানী ঠোঁটে,
ফিরে এসো প্রিয় অর্থহীন এই শহরের শূন্য হাটে।