মনে মনে বলি ...
পূর্ণেন্দু পত্রীর শুভংকরের চিঠি পড়েছ কখনো?
যেখানে নন্দিনী বলে
ওর লাল ঠোঁট যেন ফ্যাকাশে না হয়।


ও আমার বীরপুরুষ,
তোমার বুদ্ধির ঝোলা আজ রেখেছ কোথায়?


ঝেড়ে কাশলাম, তোমায় বললাম,
I get bruised very easily.


তুমি থেমে দুষ্টু হাসি দিলে, বললে
তাই নাকি?
আমায় কাছে টানলে
তোমার নিকোটিন-গন্ধ নরম ঠোঁট
ছুঁয়ে যাচ্ছে
থামতে পারছে না
গালে, চিবুকে, গলায় .....


চোখ বন্ধ আমার
তোমায় জাপটে ধরে আছি
ভালবাসার গন্ধ নিচ্ছি
আমি কি কল্পনায়? নাকি সত্যি?
ভাবনাগুলো উড়িয়ে দেই বাতাসে বাতাসে
রোজ মধ্যরাতে ......