সমাজ,স্বামী, সংসার, সন্তান।
চার স বর্ণের মাঝে সাজানো
চার রকমের চার রঙের ফুল
থেকে তৈরী যে মালা!
সেটা গলায় পরে স্ব-শরীরে
বেঁচে থাকা প্রতিটা নারীর
কাটে বছরের পর বছর।
সেই মালা গলায় ধারণে
ভালো লাগুক বা নালাগুক
তাতে কার কি এসে যায়।
ভালো তো লাগতেই হবে
তা না হলে যে নারীর
জীবনে আসা চার ফুলগুলো
রঙে ঢংএ পাবে না সম্পূর্ণতা,
নারীর ত্যাগ,অসম্পূর্ণতাই
এ চার রঙের পূর্ণতা।
জীবন চলে কারো ভোগের আধার
কারো ত্যাগে বেঁচে থাকার কারণ,
জন্মজন্মান্তর নারী নামক মানবীদের
ত্যাগের মাঝেই বেঁচে থাকা।
আহারে বেঁচে থাকা!বাহরী জীবন।
আমিও সেই একজন নারী
আমিতো আমার গল্প বলেছি !


কলমেঃ- মরিয়ম ইসলাম
ওহায়ও,ইউএসএ