যতই ভালো কাজ করা
হোক না কেন!নিন্দুকেরা নিন্দে করা
থেকে থাকবে না বিরত,
বুকে তাদের বেঁধে রাখে এক রিপুর
তাড়না নিজেকে রাখে
ব্যস্ত অবিরত।


নিন্দুকেরা অমূলক নিন্দা না করে
যদি করে গঠনমূলক নিন্দে,
সেটা যে আর বিষ কাঁটার মত
বুকে না বিন্দে ।


হিংসের জ্বালায় জ্বলে কিছু করে
সেটাই যে কষ্টের কারণ !
কষ্টের ভিতরেও থাকে এক আনন্দ
যদি সেটা আমরা করতে
পারি ধারণ।


যা আছে নিজের মাঝে সেটা নেই
বলেই যে সে হিংসার
আগুনে জ্বলে,
জ্বলে জ্বলুক ওতেই আমরা ডুবে
থাকি আনন্দের তলে।


মরিয়ম ইসলাম
ওহায়ও,ইউএসএ।