এভাবেই থাকি দুজন দুজনের ভিতরে জন্মজন্মান্তর,
দুটো শরীর আর দুটো আত্মার মিলেমিশে একাকার।
তুমি থেকো অনুভবের উপলব্দির মাঝে।
চাওয়ার পূর্ণতার অনেকটাই যে এখানে,
যখনই না পাওয়ায় ভরে হৃদয়ের গহিণে।
তাইতো ফিরে ফিরে আসি তোমার আঙিনায় সকাল সন্ধ্যা সাজে।
আমি হাজার মাইল পথে হাঁটা পরিশ্রান্ত এক প্রাণ,
ভুল পথের পথিক যেন না হই এই করি পণ;
আগলে রেখো এ চাওয়া আপ্রাণ।
কতই না বারেবার করি জ্বালাতন তোমার শত ব্যস্ততার মাঝে,
কখনও ছুঁড়ে ফেল না এ সন্ধি গেলাম করে।


      মরিয়ম ইসলাম
      নভেম্বর/৪/২১ খ্রীঃ
      ওহায়ও, ইউএসএ।