ভুল করা ভালো তবে সেই ভুল থেকে যদি কোন শিক্ষা না নেয়া যায় সেটা খুবই দুঃখজনক,
ভুলের মাঝেই তার বিরাজমান অনন্তকাল।
একই ভুল বারে বারে করা যে আর থাকে না ভুল;
সেটা যে হয় অপরাধারীদের অন্তরভুক্ত।
সেই অপরাধী ভুলে ভরা কোন কায়ার সাথে বসবাস চালিয়ে যাওয়া আর ব্যস্ততার মাঝে বেঁচে থাকার নামই হলো জীবন।
আহা!জীবন আহারে বেঁচে থাকা আহা কি ব্যস্ততা
শত না পাওয়ার মাঝে আশায় জীবন চলা,
তখনই যায় নিজেকে খুঁজে পাওয়া;
নিজের কতখানি ভুল সেটাও যায় বোঝা।
আমার আমির চাওয়াগুলো গুছিয়ে নিতে পারা,
নিজের ভিতরের আলোয় নিজেকে আলোকিত করা।
আলোকিত করার এক ধাপ হলো নিজেকে জানা,
নিজেকে চিনতে জানতে পারাই হলো সঠিক জীবনের ধারা।
তাইতো ভুল মানুষদের সাথে বসবাস করার যত স্বার্থকতা,
ভুল চাওয়া চেয়ে পাইনি বলে বলে বিলাপ করা আরেক ভুলে যে ডুবে থাকা।
যায়গা পরিবর্তনের মোহে নিজেকে ব্যস্ত রাখা অন্য কোন কারোর খোঁজে,
অহেতুক জরা হয়ে বেঁচে থাকা নিজেকে বিলীন করে দেয়ার মাঝে।


ওহায়ও, ইউএসএ।