ভরা পূর্ণিমা, মায়াবী জোছনা
জোছনা স্নান হবে আজ
ভিজবো প্রান খুলে-
বের হলাম, বাড়ালাম হাত তোমায়
ধরবো বলে; স্পর্শ-ছোঁয়া অনুভূতি নাই
বিষাদের ছায়া; ঘোর অন্ধকার!


নদীর তীর স্নিগ্ধ হাওয়া
ধূলিমাখা বিষন্ন বিকাল
তাকাই চারপাশে; সবাই আছে
একা! শুধু আমি একা
তুমিও?
কেন এ নিঃসঙ্গতা?


বৃষ্টি ভেজা সকাল কদম ফুল
মধ্য দুপুর; হলুদ রোদ
হলুদ রোদে পুড়তে পুড়তে
আমি শিখে নিয়েছি জীবনের গল্প
তুমি বড্ডো অভিমানী।


--- মরিযাদ হারুন ---
---১৫.০৬.২০২৩ ---