কৃষ্ণচূঁড়ার লাল পড়েছে; গাল-ঠোঁট,
মুখ অবয়বে!
চোখের ভিতর এ-কি দেখি
অগ্নিস্ফুলিঙ্গ! হৃদয়ে বাড়ে জ্বালা।
কৃষ্ণ সিডর নোনা জলে-
হাহাকার!
আগ্নেয়গিরির লাভা যেন
জ্বলছে দিবা-রাত
বিরহের নদী ফোঁপাইয়া ওঠে
বিপুল বন্যা-বেগে,
তারপর!


হৃদয় বিবর্ণ হয়ে যাওয়া আকাশটায়
মেঘ জমছে?
জমতে দাও।
বৃষ্টি ঝড়বে?
ঝড়তে দাও।
তুমি কি জানো?
হৃদ-শহরের ঝড়া প্রতিটি ফোঁটা বৃষ্টি-
পবিত্র!