মেঘ হয়ে উড়ে যাবো
বৃষ্টি হয়ে ঝরবো
ধোঁয়াটে কুয়াশার চাদর জড়িয়ে
চাঁদনী রাতে থাকবো বসে
সকালের শিশির-ভেজা স্নিগ্ধ রোদে
দূর্বাঘাসে সোনালী মুক্তা হবো।


আবেগী মনটা নিয়ে করে খেলা
কোন মায়া ডোরে বেঁধে রাখলে  
পথ চেয়ে আজও-
ধূসর মুক্তা ঝরে দু'গাল বেয়ে
তোমার প্রতীক্ষায়...


৩০-১২-২০২৩