অথৈ সাগরে ভেসে ভেসে
উৎকণ্ঠিত কতক দিন রাত্রির শেষে।
ফিরে এসেছি আমি আবার
আমার সেই পরিচিত -
শান্ত শ্যামল ছায়ায় ঘেরা
নদীটার তীরে।
এখানেই তো ছিল আমার বিচরণ
পরম মায়ায় স্নেহের ছায়ায়
ক্লান্তিহীন ক্রান্তিহীন
করেছি কতই না দিনরাত্রি যাপন।
এই নদীর বাঁকে বাঁকে
যত তরুলতা বিশাল বৃক্ষ আছে
সবই আমার পরিচিত
সবাই যেন আমার নাম ধরে ডাকে।
গড়েছে আমার দেহ যে মাটির স্নেহ
ফিরে এসেছি আমি আবার
সেই নদী ঘেসা
কাঁচাপাকা পথ মাঠের পরে।
এখানেই কেটেছে আমার -
শৈশব কৈশোর, নিশ্চিন্তে
পরম আদরে পরম স্নেহে,
ফিরে এসেছি আমি আবার
আমার মায়ের ঘরে।