Pirate না হ’য়ে, হয়েছি যে গরু
খেয়ে খেয়ে ঘাস-পাতা গুল্ম ও তরু
মোটা তাজা হ’লে পরে ছেড়ে সোমালিয়া
জাহাজেতে দি’ই পারি লাল-দরিয়া


জেদ্দায় নেমে তবু মুক্তি না মেলে
পাঁচনের বাড়ি আর লেজ মলা দিয়ে
গাদাগাদি করে এক Truck-এ দিল তুলে
সেই Truck এল মোরে UAE–তে নিয়ে


জন্মেছি গরু হ’য়ে পরিণাম জানা
আগে পরে হ’তে হবে মানবের খানা
ছিন্ন হবে মোর মস্তক ও ধড়
আজমানে বসে তাই গুনছি প্রহর


অনিমেষ চোখ মেলে আমি কাটা মাথা
শেষবেলা বলে যাই আরও কিছু কথা
রসিয়ে আমাকে খাইবার কালে
রক্তের চাপটুকু রাখিও খেয়ালে।


বিশ্বের দেশে দেশে না জানি কত
মানবের পরিণতি আমারই মত
আছে তবু নেই যেন তাহাদের মাথা
গরু আমি, তাই বুঝি, ওদের ঐ ব্যথা।