বইছে উত্তুরে বাতাস কনকনে
আধো নিদ্রা, আধো জাগরণে
শুনি সেই শব্দ – শন্ শন্ শন্
জেগে ওঠে আমার বিরহী মন


ওহে পবন, কেন এই রোদন?
এর চেয়ে চল আমরা দুজন
কঠিন কিছু প্রশ্নের উত্তর খুঁজি
সাথে যেতে, হচ্ছো তো রাজি?


বলতো, কাকের রঙ কেন কালো?
অসীমের কোন সেই আলো?
দুর্নিবার আকর্ষণে নেয় কাছে টেনে
যতি এনে মানব জীবনে?


অদেখা সেই মহাকালে
যাঁরা গিয়েছেন চলে
বাল্যবন্ধু, আপু, দাদা-দিদি ভাই
একদা ছিলেন, আজ তাঁরা নাই


তাদের ভালোবাসা, স্নেহের পরশ
হৃদয় জুড়ে আজও সতেজ সরস
অবোধ বোধের তাই নেই কোন মাত্রা
অতি সন্নিকটে মোর, সে অসীম যাত্রা


চেপে রেখে বুকের কষ্ট ও ব্যথা
পূর্ণ করে যত কিছু দিয়েছিনু কথা
শুনতে চাই, ‘এলি বাবা, এতদিন পরে...”
অন্য জগতে, অসীমের ওপাড়ে।