জীবনের তরীটি বেয়ে
      বহু ক'টি সাল
একে একে পার হয়ে
     স্মৃতিভরা জাল


মেলে দেখি ভরা ওটা
        মণি মুক্তায়
ছেড়ে যেতে, ফেলে দিতে
     প্রাণ নাহি চায়


তোমাদের কাছে তার
     নেই কোন মূল্য
ভাবিতেছ এই সব
         জঞ্জাল তুল্য


আজ বা কাল নহে
   কোন এক দিন
তোমাদের তরী থেকে
      তুলবে যেদিন


সেই জালে খুঁজে পাবে
         কত না কিছু
ভুলে যেতে পারবে না
         টানবে পিছু