সংসার, জীবনের পথ বেয়ে আমি
গিয়েছি অনেক দূর, মন চায় থামি
চাইলেই হয় না তো পূর্ণ সে আশা
কত শত পিছুটান, মায়া ভালোবাসা


ভেবে মরি, এইভাবে আর কত কাল
এত বোঝা কাঁধে নিয়ে বহিব জোয়াল
কিচ্ছুই ভালো আর লাগে না আমার
তবে কি সব ছেড়ে পথে হ'ব বার?


কোন পথে যাবে পাওয়া মুক্তির দিশা
লাগবে না পাসপোর্ট, লাগবে না ভিসা
সরল সহজ পথ, তবু অসীম মাত্রা
গুনছি প্রহর, কবে কাঙ্খিত যাত্রা?


কে যেন ডাকছে শোন, সুমধুর সুরে
'যাবে কি সব ছেড়ে দূরে, বহু দূরে?'
ডাক শুনে মন প্রাণ করে আনচান
সময় কি হ'ল তবে করিতে প্রস্থান?


পথে যেতে ভরে নিব পাথেয়-র থলিটা
পার হয়ে যেতে যেতে পৃথিবীর গলিটা