সফেদ কাফনে মুড়ে
রেখেছে খাটিয়ার 'পরে
চারিপাশে দৃশ্যমান সবই
দেহ মাঝে নেই শুধু আমি
এইবার শুরু হ'ল মোর
গুণিবার অনন্ত প্রহর


ঘড়ির সময় শেষে
শিয়রে দাঁড়ায় এসে
পরোয়ানা নিয়ে হাতে
অদেখা স্বর্গীয় দূতে
আমার আত্মাটি ধরে
নিয়ে চলে প্রভুর তরে


যেতে যেতে বায়োস্কোপের মত
দেখি জীবনের ঘটনা যত
কিছুই পরে না বাদ
ফিরে যেতে হয় সাধ
উপায় নেই তো আর
এটাই নিয়তি সবার


সেই আদি কাল থেকে
জগৎ এমনই দেখে
তবুও অবুঝ মানব
মায়ায় জড়িয়ে সব
কত কী-ই না করে
পারে কি রাখিতে ধরে?


আর ক্ষণকাল পরে
রেখে মোরে মাটির ঘরে
সংসার ভুলবে আমায়
একই পরিণতি ডাকবে তোমায়
শুধু আগে আর পরে
অনন্তযাত্রা, অনন্তকাল ধরে