বে নী আ স হ ক লা
      যে কথা হয়নি বলা
বেগুনী নীল আসমানি
    জীবনের রঙখানি
খুঁজেছি অর্ধ শতক ধরে
    রয়েছি ধাঁধায় পড়ে


তবে কি বেনীআসহকলা
   সবুজ, হলুদ ও কমলার খেলা?
তা হয় কি করে...
   সবুজ হলদে হয় বয়সের ভারে
কমলাটা যায় কই?
    ধাঁধাতেই পড়ে রই


বাকি আছে লাল
   বহিছে অনন্ত কাল
মানবের ধমনী শিরায়
   করে ধর্ম বর্ণ বিদায়
তবুও রঙ নিয়ে যত না রঙধনু হয়
    বহুগুণ বেশী রঙবাজি হয়


জীবনের যত ছলা কলা
   বে নী আ স হ ক লা